বিশেষ প্রতিবেদন :
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়। নেতানিয়াহু বলেন, গাজা ও লেবাননে যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের চলমান সামরিক অভিযান পরিচালনার বিষয়ে গ্যালান্টের প্রতি তাঁর কোনো আস্থা ছিল না।
গ্যালান্টের স্থলাভিষিক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েল কাৎজকে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। আর গিদেওন সারকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গাজায় হামাসের বিরুদ্ধে ১৩ মাস ধরে ইসরায়েলের যুদ্ধ চলছে। এ যুদ্ধের লক্ষ্যগুলো কী, তা নিয়ে কয়েক মাস ধরে ডানপন্থী লিকুদ পার্টির অভ্যন্তরে গ্যালান্ট ও নেতানিয়াহুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। দলের অনেকেরই ধারণা ছিল, নেতানিয়াহু আজ হোক বা কাল হোক, গ্যালান্টকে বরখাস্ত করবেনই।
গতকাল এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘মতভিন্নতা ছাড়াও ক্রমান্বয়ে আস্থার সংকট দেখা দেয় … আর এ সংকট চলার মধ্যে অভিযান পরিচালনার ক্ষেত্রে স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখা যায় না। এমন পরিস্থিতিতে, আমি আজ প্রতিরক্ষামন্ত্রীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নেতানিয়াহু বলেন, তিনি মতভেদগুলো দূর করার চেষ্টা করছিলেন। কিন্তু সেগুলো ক্রমাগত বেড়েই যাচ্ছিল এবং জনগণের কাছে প্রকাশ হয়ে গিয়েছিল। বিষয়টি শত্রুপক্ষও জেনে গিয়েছিল এবং তারা এর অনেক ফায়দা নিচ্ছিল।
নেতানিয়াহু আরও বলেন, গ্যালান্টের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড সরকার এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছিল।
বরখাস্ত হওয়ার প্রতিক্রিয়ায় গ্যালান্ট বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সব সময়ই আমার জীবনের লক্ষ্য ছিল এবং সব সময়ই থাকবে।’
কয়েক মাস ধরে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে খোলাখুলি মতবিরোধ চলছিল। একে কেন্দ্র করে ইসরায়েলের কট্টর ডানপন্থী জোট সরকার ও সেনাবাহিনীর মধ্যেও বিভাজন দেখা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী চেয়েছিল যুদ্ধবিরতির মধ্য দিয়ে লড়াইয়ের অবসান টানা ও হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করা।
গ্যালান্ট বলেছিলেন, এ যুদ্ধের গতিপ্রকৃতি যথেষ্ট পরিষ্কার নয়। আর নেতানিয়াহু বলছিলেন, গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই বন্ধ করা যাবে না।
গত বছর গাজায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পরপরই সাময়িকভাবে গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের বিচারব্যবস্থাকে সংশোধন করার জন্য সরকারের পরিকল্পনাগুলো নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যাপক বিক্ষোভের মুখে গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আবারও বহাল করেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর জোট সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির গতকালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্যালান্ট এখনো এমন এক ধারণায় গভীরভাবে আটকে আছেন যে পুরোপুরি বিজয় অর্জন সম্ভব নয়।’
তবে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্টজ এমন পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এ পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তার মূল্যে রাজনীতি করা হয়েছে।
আরেক বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড বলেন, ‘যুদ্ধের মাঝখানে এমন পদক্ষেপ নেওয়াটা পাগলামো।’
লাপিডের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের জলাঞ্জলি দিচ্ছেন।
Leave a Reply