বিশেষ প্রতিবেদন :
চাঁদপুরে সবধরনের অপরাধ নির্মূলে আবারও নড়েচড়ে বসেছে পুলিশ। তাই দিন কি রাতে, যেকোনো সময় অপরাধ নির্মূলে চাঁদপুরে শুরু হয়েছে মোটরসাইকেল পেট্রলিং।
জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো ছাড়াও নির্জন স্থানে দলবেঁধে মোটরসাইকেলে ঘুরছেন পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাত থেকে শুরু হয় চাঁদপুরের ৮ থানা ও বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ এই কর্মসূচি।
রাতে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, জেলার সকল থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং শুরু হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় চাঁদপুরের প্রতিটি থানা এলাকায় এই মোটরসাইকেল পেট্রলিং কার্যক্রম শুরু হয়।
তিনি জানান, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ- কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে এমন মোটরসাইকেল পেট্রলিং চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ দ্রুত সাড়া দিতে সক্ষম হবে এবং এলাকা জুড়ে দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে সহায়তা করবে।
এদিকে, চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশের ব্যতিক্রম এমন মোটরসাইকেল পেট্রলিং কার্যক্রম চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন অনেকেই। সাধারণ মানুষের মন্তব্য, পুলিশের এমন কর্মসূচি অব্যাহত থাকলে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট অনেক ধরনের অপরাধ নির্মূলে সহায়তা ভূমিকা পালন করবে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, একাধিক মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা দাপিয়ে বেড়াচ্ছেন। এতে মানুষজন রাতের আঁধারে স্বস্তির সঙ্গে পথ চলছেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে চাঁদপুর শহর ও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতসহ অন্যান্য মাথাচাড়া দিয়ে উঠে। তার প্রেক্ষিতে জনমনে স্বস্তি ফেরাতে পুলিশের এমন উদ্যোগ।
সবশেষ তথ্য, চাঁদপুর জেলায় পুলিশের এমন অভিনব অভিযানের শুরুতেই জেলার হাজীগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়।
Leave a Reply