সরেজমিন প্রতিবেদন :
২৬শে জানুয়ারী ২০২৪ রোজ শুক্রবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় । ১৯৬২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । ১৯৬৭ সালে প্রথম ১০ জন ছাত্র ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহন করে । ১৯৬৭ সাল হতে ২০২৩ সাল পর্য্ন্ত মোট ৭৭৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব পালিত হয় ।সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হীরক জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের আহব্বায়ক সাবেক কমিশনার হাজী মো: জয়নাল আবেদীন । পরে ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে আনন্দ র্যা লী নগরীর কাটগড় মোড় প্রদক্ষিন করে । সারাদিন বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা কেক কেটে, গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে ।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৬০ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলছে ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ।সুর্দীঘ পথ চলার মাঝে অনেক ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষী হয়ে বর্ত্ মানে প্রায় ১২ শত শিক্ষার্থী নিয়ে এগিয়ে যাচ্চে বিদ্যালয়টি । এ বিদ্যালয়ে পড়ালেখা করে অনেকেই দেশ ও জাতিকে আলোকিত করেছেন ।
১৯৬২ সালের শুরুতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার বিশেষ প্রচেষ্টা হিসাবে মৌলানা ইসলামাবাদীকে প্রধান অতিথি এবং দৈনিক আজাদীর তৎকালীন সম্পাদক জনাব শরীফ রাজাকে বিশেষ অতিথি করে পতেঙ্গা বোর্ড্ প্রাথমিক বিদ্যালয় মাঠে পাড়ার সকল স্তরের গণ্যমান্য লোকদের নিয়ে একটি সাধারণ সভা হয় । পরবর্তীতে ১৯৬২ সালের প্রথম দিকের এক শুভদিনে ৪৪ জন ছাত্র নিয়ে হোসেন আহাম্মদ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ক্লাস আরম্ভ হয় ।
১৯৬৭ সালে ১০ জন ছাত্র এ বিদ্যালয় হতে যথাযথ সরকারী অনুমোদনের মাধ্যমে সর্ব্প্রথম কুমিল্লা বোর্ড্ এর অধীনে এস. এস. সি. পরীক্ষায় অংশগ্রহন করে । এ পরীক্ষায় অংশগ্রহনকারী ৮ জন ছাত্র কৃতকার্য্ হয় ।
এ পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সাল পর্য্ন্ত অনেক অর্জ্ন থাকলেও পরিতাপের বিষয় হচ্চে বিদ্যালয়টি এখনো এম.পি.ও. ভুক্ত হয়নি। যার কারনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছে না । বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর দাবি পতেঙ্গা উচ্চ বিদ্যালয় যেন অচিরেই এম.পি.ও. ভুক্ত করা হয় ।
Leave a Reply