বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে স্কুল মাঠে জামায়াতে ইসলামীর সভায় হামলার একদিন পর যুবদল নেতা কামরুল ইসলামের ‘বাড়িতে ভাংচুরের’ অভিযোগ উঠেছে।
মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডে কামরুলের বাড়িতে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় ৩/৪ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
শুক্রবার বিকালে পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত সাধারণ সভায় যুবদলের আহ্বায়ক কামরুলের নেতৃত্বে হামলা হয় বলে জামায়াত নেতারা অভিযোগ করেন। সে সময় তাদের ১২ জনের মত আহত হন।
কামরুলের অনুসারী স্থানীয় এক যুবদল নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের হামলার প্রতিবাদে পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামী শনিবার বিকালে মিছিল-সমাবেশ করে। সেখান থেকে গিয়ে পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের বাড়িতে হামলা করে। তখন তিনি বাড়িতে ছিলেন না।
উপজেলা বিএনপির আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরুলের বাড়িতে হামলার কথা শুনেছি। শুক্রবার বিকালের ঘটনার জেরে এটা হতে পারে। যুবদল নেতার সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি।”
অন্যদিকে পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন বলেন, “আমরা শুক্রবারের হামলার প্রতিবাদে সমাবেশ মিছিল করছিলাম। এরপর আমরা থানায় গেছি। তার বাড়িতে আমাদের কেউ হামলা করেনি। হয়ত সে নিজে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
যুবদলনেতার বাড়িতে হামলার বিষয়টি ‘শুনেছেন’ জানিয়ে মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।”
তবে শুক্রবারের হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে দলের পৌর আমীর শিহাব উদ্দিন জানিয়েছেন।
Leave a Reply