বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশে একক বিশ্ব ইজতেমার আয়োজনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে ইজতেমা একটাই হবে। দ্বিতীয় কোনো আয়োজন মেনে নেওয়া হবে না।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা।
মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘হক-বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতিত্ব করে, আমরা তা সহ্য করব না। বৈষম্যের অবসানে যেমন ছাত্ররা জীবন দিয়েছে, তেমনি আলেমরাও ত্যাগ স্বীকার করেছেন। তাই আমরা একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানাই। একসঙ্গে থেকে কাজ করার ঐক্য ধরে রাখতে হবে।’
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেন বাতিলের পক্ষকে কোনোভাবেই সমর্থন না দেয়। হকের পক্ষে থাকা দুর্বল মনে হলেও, শেষ পর্যন্ত তারাই বিজয় অর্জন করে। দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
বক্তারা সাদপন্থিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। এতে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থিদের হামলার বিচার, মাঠ দখলের চেষ্টার নিন্দা এবং জোবায়েরপন্থিদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে তাবলীগ জামায়াতের জোবায়েরপন্থি অংশ এবং শীর্ষস্থানীয় আলেম ও তাবলীগের সাথীরা উপস্থিত ছিলেন। বক্তারা একক ইজতেমার আয়োজনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply