বিশেষ প্রতিবেদন :
খাগড়াছড়ির মহালছড়ি থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী জসিম উদ্দিন’কে মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মামলা নং-০১ তারিখ ০৩ সেপ্টেম্বর ২০২৪, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪, পেনাল কোড-১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামী জসিম উদ্দিন চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন কোতয়ালী মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ২২২০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জসিম উদ্দিন (৫০), পিতা-মৃত সাহেব মিয়া, সাং-মহালছড়ি বাজার, থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় ২নং এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply