বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলী আশ্রাফ এবং আসামী মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুম’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
এরই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন লোহারপুল সরাইপাড়া এবং সাগরিকা মোড় এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলী আশ্রাফ এবং আসামী মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানার মামলা নং- ৪৭, তাং- ১৩ আগস্ট ২০১৮,ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) এবং ফুলগাজী থানার মামলা নং-১০, তাং- ২৮ মার্চ ২০১৯, ধারাঃ-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলী আশ্রাফ (২৫) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন লোহারপুল সরাইপাড়া এজিএস ফ্যাক্টরী এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আনুমানিক ১২১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আলী আশ্রাফ (২৫), পিতা-মৃত আলী আহমেদ, সাং-আনন্দপুর, থানা-ফুলগাজী, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত ০২টি মামলায় ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকর করে।
অপর অভিযানে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফুলগাজী থানার মামলা নং- ১০, তাং- ১২ ডিসেম্বর ২০২১,ধারাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ১০(ক) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুম চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আনুমানিক ১২১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ ফজলুর রহমান প্রকাশ মাসুম (২৯), পিতা-মৃত মিজানুর রহমান, সাং- দক্ষিন আনন্দপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত মামলায় ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকর করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply