বিশেষ সংবাদ:
বান্দরবানে ২৭৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার বৌদ্ধ ভিক্ষু ।
বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলে অবস্থানরত একজন বৌদ্ধ ভিক্ষুকে দুই হাজার ৭৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওয়া নাচারা (৩২) নামের এই ভিক্ষু গতকালই লামা উপজেলার গজালিয়া এলাকার কম্বনিয়া বৌদ্ধ বিহার থেকে বান্দরবান শহরে এসে হোটেল হিলবার্ডে ওঠেন। ক্রেতা সেজে সেখান থেকেই তাঁকে হাতেনাতে আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ওয়া নাচারা বাড়ি লামা উপজেলার কম্বনিয়ায়। তবে সে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করছে পুলিশ।
তার কাজ থেকে অধিকতর তথ্য পেতে ঢাকায় আনা হচ্ছে।তার ভারত ও মিয়ানমারে যাতায়াত রয়েছে।
Leave a Reply