বিশেষ সংবাদ:
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল পৌনে তিনটার দিকে উত্তরার একটি স্টেশনে বন্ধ হয়ে যায় মেট্রোরেল।
ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা সমাধানের পর বিকেল পৌনে চারটা থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনে থাকা যাত্রীরা জানান, স্বয়ংক্রিয়ভাবে দরজা না খোলায় যাত্রীরা রেলের ভেতরে আটকে পড়েন। বিভিন্ন মেট্রোরেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এ সময় রেলে যান্ত্রিক ত্রুটির খবরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে সব দরজা খুলে যাওয়ায় যাত্রী ওঠানামা শুরু হয়।
প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু হয়। যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
এর আগে গত বৃহস্পতিবারও টেকনিক্যাল কারণেই বন্ধ ছিল মেট্রোরেল। তবে বুধবার তারে ঘুড়ির সুতা জড়িয়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন। এজন্য দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
মেট্রোরেল চালুর পর প্রায়ই বৈদ্যুতিক কিংবা মেট্রোরেলের কোচে ত্রুটি দেখা দিচ্ছে। এর জন্য আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত চলাচল বন্ধ রাখতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, মেট্রোরেল বাংলাদেশে প্রথম হওয়ায় এখনো দক্ষ জনবল গড়ে ওঠেনি। এজন্য এই ব্যবস্থার ত্রুটি দ্রুত চিহ্নিত করে তা সমাধানে সময় বেশি লাগে।
এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে নতুন সূচিতে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। এতে করে সারা দিনে ১৭৮ বার চলাচল শুরু করেছে মেট্রোরেল। অফিস টাইমে পিক আওয়ার, স্পেশাল অফপিক ও অফপিক আওয়ার-এই তিন ধাপে সময় ভাগ করে ট্রেন চলাচল করবে।
Leave a Reply