ডেস্ক রিপোর্ট:
বিশ্বকাপের পর থেকেই স্পন্সরহীন ছিলো বাংলাদেশে ক্রিকেট দল। গত বছর ‘দারাজ’ এর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন স্পন্সরের খোঁজে ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুনের খোঁজে বিসিবির সঙ্গে ৫০ কোটি টাকায় আবারো লাল-সবুজের জার্সির সঙ্গে যুক্ত হলো মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান ‘রবি’।
গত বছরের ৩০ নভেম্বরে দারাজের সঙ্গে চুক্তি শেষ হয় বিসিবির। ফলে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে স্পন্সর ছাড়াই খেলেছিল নাজমুল হোসেন শান্তর দল। অবশেষে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন স্পন্সর পেলো টাইগাররা।
শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ। মোবাইল সেবা দানকারী এই প্রতিষ্ঠানটির সঙ্গে ৫০ কোটি টাকায় ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। ফলে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট দলের জার্সিতে থাকবে রবির নাম।
চুক্তি শেষে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মত প্রতিষ্ঠানকে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিকে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’
অবশ্য বিসিবির সঙ্গে এটাই রবির প্রথম নয়। এর আগে ২০১৫ সালেও ৩ বছরের চুক্তি করেছিল তারা। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০১৮ সালে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বিসিবির সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রবির। ফলে ২০১৭ সালেই সেই চুক্তি থেকে সরে দাঁড়ায় মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠানটি।
Leave a Reply