সরেজমিন প্রতিবেদন:
ফেনীর দাগনভূঁইয়া’য় ২০২৩-সালে প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন, দাগনভূঁইয়া রিপোর্টার্স ফোরাম-ডিআরএফ -এর ২য় বর্ষের, তথা ২০২৪-সালের পূর্ণাঙ্গ কমিটি গত রবিবার ঘোষিত হয়েছে। এতে দৈনিক গণকন্ঠ (দাগনভূঁইয়া প্রতিনিধি) মোহাম্মদ জিয়া উদ্দিন’ বি. কম. কে সভাপতি এবং দৈনিক ভোরবেলা(জেলা স্টাফ রিপোর্টার), দৈনিক ক্রাইম তালাশ(থানা প্রতিনিধি), ফেনীর দিনকাল(সম্পাদক) ইঞ্জি. মোকাররম বিল্লাহ’বি.এসসি, কে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়েছে ।
উক্ত সাংবাদিক সংগঠনের অপরাপর কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, বি. এস এস (সাপ্তাহিক ফেনীর-ডাক),সহ-সভাপতি-কহিনুর আক্তার (দিপালী) এম.এ.(দৈনিক মুক্তির লড়াই, সাপ্তাহিক উওরণ),
যুগ্ন-সাধারণ সম্পাদক- এস.এম সারওয়ার জাহান শ্রাবণ , কেন্দ্রীয় পরিচালক, হিউম্যান রাইটস রিভিও সোসাইটি।
এতে সাংগঠনিক সম্পাদক হলেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এম.এ, (দৈনিক নয়াপয়গাম, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ),, সহ-সাংগঠনিক সম্পাদক, মো: নাদের চৌধুরী, প্রেজেন্ট নিউজ।
উক্ত আদর্শ সাংবাদিক সংগঠন “দাগনভূঁঞা রিপোর্টার্স ফোরাম” তথা ডিআরএফ -এ “টেকনোক্রেট” শ্রেণীভূক্তে আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট মওদুদ আহম্মেদ পাটোয়ারী, এল.এল.এম. (দেওয়ানী, ফোজদারী ও
আয়কর আইনজীবী, ঢাকা জজ কোর্ট), অপরাধ বিশ্লেষক ও গবেষক-মোহাম্মদ আল-রিফাত, এম.এস.।
সাংবাদিক সংগঠনটিতে প্রচার ও দপ্তর সম্পাদক- আবু সাঈদ রিয়াদ, বি. এসসি.(আজকের দাগনভূঁইয়া), আপ্যায়ন বিষয়ক সম্পাদক- সুলতান আওরঙ্গজেব, বি.এ.(ক্রাইম বার্তা-২৪), কোষাধ্যক্ষ- হাফেজ শাহাদাৎ হোসেন মিয়াজী, কোরআন হাফেজ, (দৈনিক ফেনীর সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ সজীব ইসলাম, বি. এ (দাগনভূঁইয়ার কন্ঠ)।
পেশাদার সাংবাদিক ও কলম সৈনিকদের সংগঠন, দাগনভূঁইয়া রিপোর্টার্স ফোরাম-এ “কলম সৈনিক”
শ্রেণীভূক্তে, সাধারণ সদস্য- আমির হোসেন কাজল মাষ্টার, বি. এসএস.(ফেনীর দিনকাল), সাধারণ সদস্য- কবি জিয়াউর রহমান, কবি, লেখক ও গবেষক(কলম সৈনিক/কলামিস্ট)।
প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন, “দাগনভূঁঞা রিপোর্টার্স ফোরাম” তথা ডিআরএফ -এ “সহযোগী সদস্য” শ্রেণীভূক্তে, মাহবুবুল আলম ভূঁইয়া, অনার্স ২য় বর্ষ, (মাল্টিমিডিয়া সহযোগী)গণকন্ঠ,, মাজহারুল ইসলাম(দুলাল), HSC(দৈনিক চেতনা বাংলাদেশ),, আনোয়ার পাশা আসিফ, (মাল্টিমিডিয়া সহযোগী) দাগনভূঁইয়া রিপোর্টার্স ফোরাম।
উল্লেখ্যঃ ফেনীর দাগনভূঁঞায় প্রতিষ্ঠিত, বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত, পেশাদার সাংবাদিক ও কলম সৈনিক, যারা স্বাধীনতার চেতনা’য় দৃঢ় বিশ্বাস নিয়ে দেশপ্রেমে অটুট, নবীন-প্রবীণের সমন্বয়ের গভীর চিন্তার ফসল। যেখানে রয়েছে একঝাঁক মেধাবী ও যোগ্য ব্যাক্তিত্বরা, যাদের, পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং ভালবাসার প্রাণপ্রিয়, আদর্শ সাংবাদিক সংগঠন, “দাগনভূঁঞা রিপোর্টার্স ফোরাম” তথা ডিআরএফ।
Leave a Reply