বিশেষ সংবাদ:
শনিবার সকাল পৌনে ৮টার দিকে তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় তৈরি পোশাক কর্মী মুনিরা বেগম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। মুনিরা স্থানীয় বার্নহার্ট পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি শরিয়তপুরের সখিপুর থানার চরবাঘা এলাকার রুহুল আমিনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন এক নারী পোশাক শ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।
এক পর্যায়ে বিক্ষুব্ধরা সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply