সরেজমিন প্রতিবেদন :
ফেনীর দক্ষিণে সর্বোবৃহত ঈদগাহ ৭নং বালিগাঁও ইউনিয়ন ৬নং ওয়ার্ড এ অবস্থিত বক্স বাজার ঈদগাহ। এ ঈদগাহে ৭ টি মসজিদের মোট ২ হাজার এর অধিক মুসল্লি নামাজ আদায় করে থাকে। এ ঈদগাহটি পরিচালনা করার জন্য একটি পরিচালনা কমিটি রয়েছে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। বক্স বাজার ঈদগাহের নতুন কার্যনির্বাহী কমিটির নবনিযুক্ত সভাপতি একে এম নকী, সাধারণ সম্পাদক কাজী কামরুল আহসান এবং কোষাধ্যক্ষ মু. কামরুল ইসলাম আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নবনিযুক্ত কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। নতুন কমিটি কাজ শুরু করলে ঈদগাহের সার্বিক অবস্থার পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার মুসল্লীরা।
Leave a Reply