সরেজমিন প্রতিবেদন:
রাজনৈতীক মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার। ভোটের আগে সারা দেশে বিএনপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে চালানো হয় সাড়াশি অভিযান । তারই অংশ হিসেবে গত ১৫ নভেম্বার ২০২৩ ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেফতার করেছে র্যাব ৭। সেদিন মধ্যরাতে তাকে শহরতলীর পশ্চিম বিজয় সিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই রাতেই তাকে ফেনী মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।
র্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, শেখ ফরিদ উদ্দিন বাহারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হয়।
আদালত শেখ ফরিদ উদ্দিন বাহারের জামিন দিলে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয় । মুক্তির খবর জানতে পেরে জেলার বিএনপি নেতা কর্মীরা তাকে কারা ফটক থেকে নেয়ার জন্য অবস্থান গ্রহন করে। কারাগার থেকে বেরিয়ে এলে নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করেন এ ত্যাগী নেতাকে ।
Leave a Reply