বিশেষ সংবাদ:
চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে এস আলম শিল্প গ্রুপের নির্মাণাধীন হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাকলিয়া থানার এক্সেস রোডের তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামে ওই ভবনটিতে আগুন লাগে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকালের আগুন লাগলেও বেলা ২টা পর্যন্ত ভবনটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ওই ভবনের আগুন লাগার ঘটনা ঘিরে আশপাশে উৎসুক জনতা ভিড় করে। সড়কের পাশে ভবনটি হওয়ায় একপাশের যানচলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও র্যাব ছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ আহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Leave a Reply