বিশেষ সংবাদ:
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ২০৭ রানের লক্ষ্য যখন বাংলাদেশের খুব কাছেই মনে হচ্ছিল, তখনই রোমাঞ্চকর জয় পায় শ্রীলঙ্কা।
সোমবার (৪ মার্চ) সিলেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে।
শুরুতেই আবিস্কা ফার্নান্ডো বিদায় নেওয়ায় শ্রীলঙ্কা ইনিংস প্রথমেই বড় ধাক্কা খেয়েছিল। প্রথম বলেই ফার্নান্ডো বাউন্ডারি মারেন। কিন্তু পরের বলেই কট বিহাইন্ড হন। ফার্নান্ডোর পর আউট হন কামিন্দু মেন্ডিস। তিনি তাসকিনের বল মারতে গিয়ে শর্ট মিড উইকেটে থাকা সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। কামিন্দু মেন্ডিস ১৪ বলে ১৯ রান করেন।
এরপর শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও নাদিরা সামারাবিক্রমা চার-ছক্কায় দ্রুত রান নিয়ে ইনিংসের ভিত গড়েছেন। তাঁরা দুজন ৬১ বলে ৯৬ রান করেন। এই দুজনের জুটি শ্রীলঙ্কার একটি শক্ত ভিত্তি তৈরি করে।
রিশাদ হোসেনের বলে লং অনে আউট হওয়ার আগে মেন্ডিস মাত্র ৩৬ বলে ৫৯ রান করেন। তাঁর ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা ছিল।
মেন্ডিসের পর চারিত আসালাঙ্কার সঙ্গে আরও একটি জুটিতে শ্রীলঙ্কাকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান সামারাবিক্রমা। তাঁরা দুজন মিলে ৭৩ রান যোগ করেন মাত্র ৩৩ বলে। সামারাবিক্রমা অপরাজিত থাকেন ৪৮ বলে ৬১ রানে। আর আসালাঙ্কা খেলেন ২১ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংস।
জবাবে বাংলাদেশ রান তাড়া করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায়। নাজমুল ও লিটন বাংলাদেশের ইনিংসের সূচনা করেছিলেন।
শ্রীলঙ্কার ইনিংসে প্রথম উইকেট পড়েছিল দ্বিতীয় বলে। আর বাংলাদেশের ইনিংসে প্রথম উইকেট পড়ে তৃতীয় বলে।
লিটন দাস আউট হলে নাজমুলের সঙ্গে যোগ দেন সৌম্য। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্ডোকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন সৌম্য। মিড অফ থেকে পেছনের দিকে ছুটে ভালো ক্যাচ নেন আসালাঙ্কা।
সৌম্য আউট হওয়ার পর তাওহিদ হৃদয় ফার্নান্ডোকে ছক্কা মেরে শুরু করেছিলেন। কিন্তু তিনিও টেকেননি বেশিক্ষণ।
এরপর মাহমুদউল্লাহ এসে শুরু করেন ম্যাথুসকে ছক্কা মেরে। নাজমুলের সঙ্গে জুটিতে মাহমুদউল্লাহ প্রথম ১০ বলে করেন ২৪ রান। তাঁদের দুজনের জুটিতে দ্রুত ৩ উইকেট হারানোর চাপ সামাল দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ।
কিন্তু নাজমুল পাতিরানার তৃতীয় শর্ট বলে ম্যাথুসের কাছে সহজ ক্যাচ দেন। ২২ বলে ২০ রান করেন তিনি।
নাজমুলের আউটের পর আসেন জাকের আলী। মাহমুদউল্লাহ ও জাকেরের জুটি দর্শকদের মধ্যে আশা জাগিয়েছিল।
দীর্ঘ ব্যবধানের পর টি-টোয়েন্টিতে দুর্দান্ত ইনিংস খেলে মাহমুদউল্লাহ ফিফটি করেন। কিন্তু ফিফটি করার পরেই সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। তিনি ৩১ বলে ৫৪ রান করেন।
এরপর জাকের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশ তাদের ইনিংস শেষ করে জয়ের জন্য মাত্র ৩ রান দূরে।
অন্যদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস, বিনুরা ফার্নান্ডো ও দাসুন শানাকার নেতৃত্বে শ্রীলঙ্কার বোলাররা জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিরিজের পরবর্তী দুই ম্যাচ একই স্টেডিয়ামে ৬ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৬/৩ (সামারাবিক্রমা ৬১*, মেন্ডিস ৫৯, আসালাঙ্কা ৪৪*, কামিন্দু ১৯; রিশাদ ১/৩২, তাসকিন ১/৪০, শরীফুল ১/৪৭)
বাংলাদেশ: ২০ ওভারে ২০৩/৮ (জাকের ৬৮, মাহমুদউল্লাহ ৫৪, নাজমুল ২০, মেহেদী ১৬, সৌম্য ১২, তাওহিদ হৃদয় ৮; ম্যাথুস ২/১৭, বিনুরা ২/৪১, শানাকা ২/২৬)
ফল: শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।
ম্যাচসেরা: চারিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা)
Leave a Reply