সরেজমিন প্রতিবেদন:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় নামক স্থানে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী-ছাগলনাইয়া যাতায়াতের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৮ জন আহত হয়ে ফেনী সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন ডাক্তার আহতদের কে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন । ঢাকা নেওয়ার পথে রাত ১১ টার দিকে আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়।
নিহত জনাব মো: আলাউদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংকের ফেনী শাখার নৈশ প্রহরী হিসাবে কর্মরত তার কলেজ পড়ুয়া এক মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া ্উপজেলার মহামায়া ইউনিয়নে অবস্থিত।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানিয়েছেন, সন্ধ্যায় পাঠানগড় এলাকায় মাইক্রোবাস-সিএনজি দুর্ঘটনায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় আটক রাখা হয়েছে।
Leave a Reply