বিশেষ সংবাদ:
গাজা উপত্যকার রাফাহ শহরে স্থল অভিযান চালানো বড় ধরনের ভুল হবে বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে এক ফোনালাপে এ সতর্কবার্তা দেন বাইডেন।
হোয়াইট হাউজের নিরাপত্তা কর্মকর্তা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাখ্যা করেছেন কেন তিনি রাফাহ শহরে ইসরাইলের বড় পরিসরে সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে এতো গভীরভাবে উদ্বিগ্ন।
সুলিভান বলেন, সেখানে বড় আকারের স্থল অভিযান পরিচালনা করা হলে তা হবে একটি ভুল, এটি আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু ঘটাবে। গাজায় বিরাজমান ভয়াবহ মানবিক সংকটকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে, নৈরাজ্যকে আরও গভীরে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করবে।
ফোনালাপে, বাইডেন নেতানিয়াহুকে ওয়াশিংটনে সামরিক, গোয়েন্দা ও সাহায্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি সিনিয়র দলও পাঠাতে বলেছেন। গাজায় ইসরাইলের বর্তমান রাফাহ পরিকল্পনা সম্পর্কে মার্কিন উদ্বেগ শুনতে এবং হামাসকে লক্ষ্যবস্তু করে অভিযানের বিষয়ে বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে রাজিও হয়েছেন নেতানিয়াহু।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র নিরাপদস্থল হিসেবে বিবেচিত রাফাহতে হামলার অনুমোদন দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও রাফাহ শহরে নতুন করে আরও অন্তত তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সিনেটে দেওয়া বক্তব্যে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ইসরাইলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরাইলের বহু পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুমারের মন্তব্যের প্রশংসা করে বলেছিলেন, এই মন্তব্যে অনেক মার্কিন জনগণের উদ্বেগ প্রতিফলিত হয়েছে এবং এটি একটি ভালো ভাষণ। শুমারের মন্তব্যের সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, এটি পুরোপুরি অনুপযুক্ত।
Leave a Reply