বিশেষ সংবাদ:
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত ফায়ারম্যান মো. সাকিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পোড়া নিজেদের সহায় সম্বল খুঁজতে শুরু করে বস্তির মানুষজন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পোড়া নিজেদের সহায় সম্বল খুঁজতে শুরু করে বস্তির মানুষজন। ঢাকা, ২৪ মার্চছবি: আশরাফুল আলম
ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১২টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Leave a Reply