বিশেষ সংবাদ:
মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেনদি এলাকায় টিকে গ্রুপের সুপার বোর্ড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও আটটি ইউনিট এসে অগ্নিনির্বাপণে যোগ দেয়।
উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদীতে দুপুর একটা ১১ মিনিটে আগুন ধরার খবর পেয়ে একটা ২২ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান তিনি ।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে প্রতিষ্ঠানটির পাটের গুদামে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিনির্বাপণে সমস্যা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটিতে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।
বিষয়টি সম্পর্কে হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। এ ব্যাপারে একাধিকবার তাদের সতর্ক করা হলেও, তারা বিষয়টি আমলে নেয়নি।
গাউছিয়া কাঁচাবাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিগাউছিয়া কাঁচাবাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে, তবে কোম্পানির পক্ষ থেকে সেভাবে সহযোগিতা না করায় তাদের সমস্যা হচ্ছে।
এদিকে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
Leave a Reply