বিশেষ সংবাদ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরে সেময় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকও অনুষ্ঠিত হয়। এ সময় তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে জানা যায়।
শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ড.মু্ঈন খানের গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর হাইকমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে ড.মুঈন খান ও সারাহ কুকের সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্রিটিশ হাইকমিশন বলছে, এটি ছিল হাইকমিশনার সারাহ কুক-ও বিএনপি নেতা ড.মুঈন খানের মাধ্যকার একটি সৌজন্য সাক্ষাৎ মাত্র। তবে সাক্ষাৎ পরবর্তী বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো জানা যায়নি।
Leave a Reply