বিশেষ সংবাদ:
ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমারি এলাকায় ঘটনাটি ঘটে।
জেলা কালেক্টর রিচা প্রকাশ চৌধুরি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “বাসটিতে একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের বহন করা হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে কুমারির কাছে বাসটি উল্টে গিয়ে পাশ্র্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আহত আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আহতদের আঘাত গুরুতর হলেও তাদের সবার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, বেশ কিছু যাত্রী বাসটিতে আটকা পড়ে আছে, তাদের উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply