বিশেষ সংবাদ:
আজ পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মাঠ কানায় কানায় ভরে যাওয়ায়, আশপাশের সড়কে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাতে ঢল নামে মুসল্লিদের। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানিয়েছেন নগরবাসী।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর অনেক আগেই মুল প্যান্ডেল ছাপিয়ে, আশপাশের সড়কে অবস্থান নেন মুসল্লিরা। প্রধান ঈদ জামাতের ইমামতি করেনন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য ও কূটনীতিক সহ সাধারণ মুসল্লিরাও নামাজ আদায় করেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঈদের জামাত আদায় করতে আসেন। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে, লম্বা লাইন ধরে প্রবেশ করেন মুসুল্লিরা। ঈদগাহের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই।
অন্যদিকে,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয়েছে ঈদের পাঁচটি জামাত। প্রতিটি জামাতেই ছিল মুসল্লিদের ঢল। সকল ভেদাভেদ ভুলে এক কাতারে নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply