বিশেষ সংবাদ:
টানা তিন দিন ধরে সাড়ে ৬ শত শিল্পীর অংশগ্রহণে ১৪৩১ বাঙ্গাব্দের প্রথম দিনেই বর্ণিল আলপনার রঙে রঙিন হয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম পর্যন্ত ১৪ কিলোমিটার অলওয়েদার সড়ক পথ। এটিই বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন বলে দাবি করেছেন আয়োজকরা। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্যও আবেদন করবেন তার। যার নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ-১৪৩১ উৎসব।
রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সকাল সাড়ে ১০টায় মিঠামইন জিরো পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলির আঁচড়ের মাধ্যমে আলপনায় বৈশাখ উৎসবের সমাপ্তি করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, বাংলালিংক আজ এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে একদিকে নববর্ষের আনন্দ উপভোগ করছি, অপরদিকে ঐতিহ্যবাহী হাওর এলাকা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিান যে বিস্ময়কর রাস্তাটি করে দিয়েছেন তাতে এলাকাটি এখন অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হয়েছে। আমি মনে করি বাংলালিংক এর এই আয়োজনের মাধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আলপনা অঙ্কনের মাধ্যমে ১৪৩১ বঙ্গাব্দ আমাদের নতুন একটি মাত্রা দিয়েছে। এই মাত্রা জাতীয় গণ্ডি পেরিয়ে নববর্ষ উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমাদের এই হাওয়রের পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়; আন্তর্জাতিক প্রর্যায়ে অনেক বিদেশী পর্যটকদেরকেও আকর্ষণ করবে। এটা একটা ঐতিহাসিক অর্জন।
প্রতিমন্ত্রী আরো বলেছেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলালিংক যেভাবে অবদান রেখেছে এখন স্মার্ট বাংলাদেশ গঠনেও তারা ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাইমুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী, এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের ইউটিউবার তৌহিদ আফ্রিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজন বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্রময় সব উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে দায়বদ্ধ। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ এ সব উৎসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও দেশীয় উৎসবকে তুলে ধরার একটি প্রয়াস।’
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী বলেন ‘আলপনায় বিশ্বরেকর্ড গড়তে এ অংশগ্রহণ নিজেদের সামর্থ্যকে চ্যালেঞ্জ জানানোর মাধ্যমে ইতিহাস তৈরিতে আমাদের উৎসর্গকে প্রকাশ করে। সামনের দিনগুলোতেও আমরা এমন রঙিন ও স্মরণীয় বৈশাখ পালন করতে আশাবাদী।’
এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের আনন্দ প্রকাশ করে বলেন, ‘দেশব্যপী বৈশাখের এ আয়োজনগুলো বাঙালি সংস্কৃতি ও সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ। বাংলালিংক ও বার্জারের সঙ্গে যৌথভাবে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
Leave a Reply