সরেজমিন প্রতিবেদন:
ফেনী জেলার ফুলগাজী উপজেলার তালপুকুরিয়া গ্রামের আলাউদ্দিন এর মেয়ে আল্পনা আক্তার কাজল। ১৪ বছর বয়সী কাজল গ্রামের মাদ্রাসায় অষ্টম শ্রেণীর ছাত্রী। গতকাল দুপুরে সে নিজ বাড়িতে ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তার মা জানায় সকাল বেলা তাদের ঋণের টাকা পরিশোধ এর কথা ছিল।যখন ঋণের টাকা দিতে যায় তখন দেখতে পান যে ১০০ টাকা কম আছে।তখন তিনি তার মেয়ে কাজল ডাকেন এবং জানতে চান যে এখানে ১০০ টাকা কম কেন। ঘরে সে ছাড়া বাকিরা সবাই ছোট। সুতরাং টাকা সে ছাড়া নেয়ার কেউ নাই। ঋনের টাকা শোধ দেয়ার জন্য যাওয়ার সময় তিনি বলে যান যে এসে এ ১০০ টাকার বিচার করা হবে।
যখন কাজলের মা ঘর থেকে বের হয়ে ঋণের টাকা দিতে যায় তখন সে ঘরের দরজা বন্দ করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যা করার খবর জানাজানি হওয়ার পরে বাড়ির লোকজন এসে তাকে ঘর থেকে বের করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
আত্মহত্যার কারণে কাজলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।পরবর্তীতে সুরতহাল রিপোর্টে র পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply