বিশেষ সংবাদ:
তীব্র তাপদাহ চলছে সারাদেশে। পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের তীব্রতায় পুড়ছে যশোর ও চুয়াডাঙ্গা। এ দুটি জেলাসহ আশপাশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।
এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা।
আগামী সাত দিন গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
Leave a Reply