সরেজমিন প্রতিনিধি:
ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩ নংচিথলিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড উত্তর শালদার গ্রামের বাসিন্দা আবুল খায়ের। তার ছেলের নাম আবদুল্লাহ আল হাসান সাইফুল।
সাইফুল নৌবাহিনীর এক জন সদস্য। ঈদের ছুটি কাটাতে সে গ্রামের বাড়িতে আসে। ২০ তারিখ শনিবার সে গ্রামের সবার সাথে নদীতে গোসল করার জন্য যায়। এক সময় নদীতে ডুব দিলে সে আর উঠেনি। তখন সবাই মিলে সাইফুলকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস কে জানায়।
তখন বিকাল বেলা চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিস এর একদল ডুবুরি আসে। তারা স্রোতের কারণে সাইফুল এর মরদেহ খুঁজে পেতে রাত ৯ টা বেজে যায়। পরে তারা মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের পর ডাক্তার জানায় যে পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে তার মৃত্যু হয়।
তার শরীরে কোনো প্রকার আগাতের চিহ্ন পাওয়া যায় নি। সাইফুল এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় সবাই বলছে সে খুব ভালো ছেলে ছিল। এ রকম মৃত্যু তারা কোন ভাবেই মেনে নিতে পারছেন না। তার মা ও বাবা বিলাপ করে কান্না করছে আর ছেলের জন্য আহাজারি করছে।
Leave a Reply