সরেজমিন প্রতিবেদন:
ফেনী জেলার ফেনী সদর উপজেলার মহিপাল হলো একটি বাসস্টাড। ফেনী জেলার ৭০ ভাগ মানুষ এ মহিপাল দিয়ে যাতায়াত করে।ফেনী থেকে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালী সহ দেশের সকল স্থানে যাওয়ার জন্য সহজে গন পরিবহন পাওয়া যায় এ মহিপাল এ।
ঢাকা টু চট্টগ্রাম ১ নম্বর জাতীয় মহাসড়ক এ স্থানের ওপর দিয়ে গিয়েছে। ফেনী টু নোয়াখালী হয়ে লক্ষীপুর ১৪ নম্বর জাতীয় মহাসড়ক এ স্থান থেকে শুরু হয়েছে। যার কারনে ফেনী জেলার মানুষ ছাড়া ও পুরো দেশের মানুষ মহিপালে র উপর দিয়ে যাতায়াত করে। দিনে লাখের অধিক মানুষ এ পথ অতিক্রম করে। সারাদেশের মতো ফেনীতে ও তীব্র তাপদাহ বিরাজমান। সাধারণ মানুষ গরমে অতিষ্ঠ। সব দিকে চলছে বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার।
যাত্রী পথচারী তথা সাধারণ মানুষ এর চিন্তা করে একটা মহান উদ্যোগ নিয়েছে ফেনী জেলা পুলিশ। ফেনী জেলা পুলিশের এস পি জনাব জাকির হাসান পিপিএম এর উদ্যোগে মহিপাল ফ্লাইওভার এর নিচে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। যে সকল যাত্রী, পথচারী এ পথ অতিক্রম করবেন তারা চাইলেই বিনামূল্যে এখান থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারবেন। এ উদ্যোগকে অত্যন্ত জনবান্ধব বলে সাধুবাদ জানিয়েছে সাধারণ পথচারীরা।
Leave a Reply