সরেজমিন প্রতিবেদন:
ফেনী জেলার ফেনী সদর উপজেলার এস এস কে রোড সংলগ্ন ওয়াপদা মাঠে আয়োজন করা হয়েছে ফেনী জেলা শিল্প ও বাণিজ্য মেলা ২০২৪। এ মেলা আয়োজন করা হয়েছে ফেনী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর উদ্যোগে। এ মেলার প্রবেশ মুখে একটি দৃষ্টি নন্দন গেইট নির্মাণ করা হয়েছে। মেলায় প্রবেশ মূল্য করা হয়েছে ২০ টাকা।
মেলার অভ্যন্তরে রয়েছে একটি দৃষ্টি নন্দন পোয়ারা।বাচ্চাদের জন্য আছে বিভিন্ন প্রকারের রাইড। মেলার ভেতর এ আছে নাগরদোলা। মেলার বিভিন্ন স্টলে রয়েছে বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী। এছাড়া বিভিন্ন স্টলে রয়েছে মহিলাদের শাড়ি। আরো আছে মেয়েদের প্রশাধনী সামগ্রী ও কাপড়, থ্রিপিস ইত্যাদি।
বিভিন্ন স্টল সাজানো হয়েছে ক্রোকারিজ সামগ্রী দিয়ে। এছাড়া মেলায় আছে গৃহস্থালি সামগ্রী ও আসবাবপত্র। মেলায় ঘুরতে আসা সকলের জন্য রয়েছে রেপেল ড্র এর ব্যাবস্থা। মেলা আসা মানুষেরা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয়ের পাশাপাশি ঘুরে দেখচেন পুরো মেলা প্রাঙ্গণ। সারাদিন মেলায় জন সমাগম স্বাভাবিক থাকে। তবে বিকাল হওয়ার সাথে সাথে মেলায় জনসমাগম বাড়তে শুরু করে।
সকল বয়সের মানুষের কাছে মেলা প্রাঙ্গণ বিনোদন এর কেন্দ্রে পরিনত হয়েছে। মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তবে ফেনী জেলা চেম্বার আফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে মেলার সময় বৃদ্ধি চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply