বিশেষ সংবাদ:
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত টুকুর বিরুদ্ধে ৩১৩টি মামলা ছিলো। এর মধ্যে তিন মামলায় সাড়ে সাত বছরের সাজা দেয়ার ঘটনায় নিম্ন আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে নির্দেশ দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদল সভাপতিকে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন। গণমাধ্যমে বিবৃতি দেবেন।
শায়রুল কবির বলেন, আদালতকে ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নেতৃত্ব শুন্য করতে চাচ্ছেন। গণতন্ত্র প্রক্রিয়াকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে।
Leave a Reply