সরেজমিন প্রতিবেদন:
আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
এ বছর বাংলাদেশে দিবসটির পতিপাদ্য হলো “ মালিক শ্রমিক গড়বো দেশ , স্মাট হবে বাংলাদেশ “।নানা কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ফেনীতে মে দিবস পালিত হয় ।
ফেনী জেলা প্রশাসন এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস পালনের অংশ হিসাবে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয় । সকাল ১০.০০ টায় ফেনী শহরের ট্রাংক রোডের খাজুরিয়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় । সকাল ১১টার দিকে র্যালি শুরু হয় শহরের খাজুরিয়া এলাকা হতে । তারপর এটি শহরের দাউদপুল ঘুরে কলেজ রোডের দিকে যায় । তারপর শহীদ মিনার চত্বরে গিয়ে র্যালির সমাপ্তি টানা হয় ।
ফেনী জেলা প্রশাসন আয়োজিত উক্ত শোভাযাত্রায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে হাজারো শ্রমিক অংশগ্রহন করে । যে সকল শ্রমিক সংগঠন অংশগ্রহন করে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ আন্ত:জিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন , ফেনী জেলা কমিটি ; ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন ; ফেনী জেলা মিশুক , বেবীট্যাক্সী, ট্যাক্সীক্যাব, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ; ফেনী জেলা লেবার ইউনিয়ন ; ফেনী জেলা ট্রাক –মিনি ট্রাক, ক্যার্ভাডব্যান শ্রমিক ইউনিয়ন ও নবী রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজের শ্রমিকরা ।
এদিকে শহরের গ্রান্ড সুলতান কনভেনশন হলে শ্রমিক সমাবেশের আয়োজন করে ফেনী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহানা আক্তার ।
অন্যদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস পালনের অংশ হিসাবে জনসাধারনের মাঝে শরবত, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরন করে জাতীয়তাবাদী শ্রমিক দল , ফেনী জেলা শাখা । এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি র সদস্য সচিব জনাব আলাউদ্দিন আলাল ।
Leave a Reply