সরেজমিন প্রতিবেদন:
গত সোমবারের কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পুরো ফেনী জেলার বিদ্যুৎ ব্যাবস্থা ভেঙে পড়েছে। জেলার অধিকাংশ গ্রামীন রাস্তার পাশের গাছ ও গাছের ঢাল পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। বিদ্যুৎ এর খুটি ভেঙে গেছে বিভিন্ন স্থানে। ফেনী জেলা পল্লী বিদ্যুৎ এর হিসাবে মোট ১১৭ টি বিদ্যুৎ এর পিলার ভেঙে গেছে।
ঝড়ের দিন ব্যাপক ভাবে বিদ্যুৎ চমকায়। বিজলীর সংস্পর্শে এসে আনেক গুলো ট্রান্সপরমার নষ্ট হয়ে গিয়েছে। ফেনী জেলা পল্লী বিদ্যুৎ এর হিসাবে মোট ৫৮ টি ট্রান্সপরমার বিকল হয়ে গেছে। ফেনী সদর উপজেলার পাচগাছিয়া, বালিগাও, কালিদহ, লেমুয়া, ছনুয়া, ফাজিলপুর, মোটবী সহ সব ইউনিয়ন এর বিদ্যুৎ সরবরাহ বন্দ রয়েছে।
এখনো ফেনী জেলা পল্লী বিদ্যুৎ এর হিসাবে ৩ লাখের অধিক মানুষ এখনো বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় রয়েছে। তবে বাস্তবে বিদ্যুৎ বিছিন্ন লোক সংখ্যা ৫ লাখের বেশি হতে পারে। বিভিন্ন স্থানে গাছ স্বমূলে উপড়ে য়াওয়ার কারনে রাস্তা ক্ষতি গ্রস্ত হয়েছে। যার কারনে গ্রাম এলাকায় যোগাযোগ কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
গ্রামীণ অবকাঠামো ও ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। এখন পর্যন্ত কোনো প্রকার সরকার বা বেসরকারি ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হয় নি।
Leave a Reply