বিশেষ সংবাদ:
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলা প্রত্যাহারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১০ মে) বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু করে দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশ ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলে তিনি জানান।
জুমার নামাজ শেষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এর আগে ১৯ শর্তে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
Leave a Reply