বিশেষ সংবাদ:
যুবদলের পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (১১ মে) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয় ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিকুল আলম মজনু, শহিদ উদ্দিন চৌধুরী এনি,মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, বরকত উল্লাহ বুলু ও মির্জা আব্বাস । বক্তব্যে সবাই খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা পত্যাহার, সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি সহ বিএনপির সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান।
Leave a Reply