সরেজমিন প্রতিবেদন:
ফেনী শহরের খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক হলো হাজারি রোড বা হাজারি সড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর সাথে ট্রাঙ্ক রোডের পুলিশ লাইনের সামনের রাস্তাকে সংযোগ করেছে এ রাস্তা। এ সড়কটির দৈর্ঘ্য ১.৭৫ কিলোমিটার ।
পূর্বে এ সড়কটির নাম ছিল পাগলা মিয়া সড়ক। ফেনী জেলার অন্যতম আউলিয়া পাগলা বাবার নামে ছিল এ রাস্তা। তখন এটি ছিল এক লাইনের রাস্তা। পরবর্তীতে এ রাস্তার জন্য জমি অধিগ্রহণ করা হয় এবং ডাবল লাইন করে নির্মাণ করা হয়। এবং নাম দেয়া হয় জয়নাল আবেদীন হাজারি সড়ক। ফেনী ২ আসনের সাবেক এম পি এই জয়নাল আবেদীন হাজারী।
নির্মাণ এর কিছু দিন পর ড্রেন নির্মাণ করতে গিয়ে সড়কটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। খানা খন্দকে ভরে গিয়ে সড়কটি যানবাহন চলাচলের অনপোযোগী হয়ে পড়ে।
গত বছরের জুলাই মাস থেকে সড়কটি পুনরায় নির্মাণ কাজ শুরু হয়।পুরো রাস্তা টি দুই স্তর এ ঢালাই করে নির্মান করা হয়। প্রথম স্তরে সি সি ঢালাই এবং দ্বিতীয় স্তরে আর সিসি ঢালাই দিয়ে নির্মাণ কাজ শেষ করা হয়।সড়কটি দিয়ে এখন থেকে যানবাহন চলাচল করতে পারছে।
সড়কটি নির্মাণ এর কারনে শহরের এস এস কে রোড এবং ট্রাঙ্ক রোডের উপর যানবাহনের চাপ কমবে। যে সকল যানবাহন সদর হাসপাতাল থেকে মহিপালের দিকে যাবে তাদের জন্য এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ হবে। তারা সালাউদ্দিন মোড় হয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে সহজে কম সময়ে মহিপালে আসতে পারবে। এতে করে যাদের নিজেদের গাড়ি আছে তারা সহজে যাতায়াত করতে পারবেন।
আন্যদিকে যদি প্রাইভেট গাড়ি গুলো এ সড়ক ব্যাবহার শুরু করে তবে শহরের মূল সড়ক গুলোর উপর যানবাহনের চাপ কমতে থাকবে। সর্বপরি এ সড়কটি ছিল জনগনের দীর্ঘ দিনের দাবির ফসল। সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ায় সড়কের দুই পাশের বাসিন্দা ও ব্যাবসায়ীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
Leave a Reply