বিশেষ সংবাদ:
ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সানোয়ারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের নামে উত্তরা ব্যাংক থেকে নেওয়া ৩০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
রোববার (১২ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
বিবাদীরা হলেন— সানোয়ারা ডেইরি ফুডস ও ইউনিল্যাক সানোয়ারা (বিডি) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, একই প্রতিষ্ঠানের পরিচালক জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। তারা সবাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ১/এ আরাকান রোডের স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের আবেদন করা হয় ব্যাংকের পক্ষ থেকে। আদালতে সেই আবেদন আংশিক মঞ্জুর করে অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চার বিবাদীকে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, উত্তরা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে পারসোনাল গ্যারান্টিতে ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে ২০ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৭০৭ টাকা ঋণ নেন বিবাদীরা। এই ঋণের বিপরীতে কোনো বন্ধকী সম্পত্তিও ছিল না। সেই ঋণের পরিমাণ সুদসহ ২০২৩ সালের ৩১ অক্টোবর পযর্ন্ত ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা হয়। তবে এ ঋণ পরিশোধ করেননি বিবাদীরা। তাঁরা বিলাসী জীবনযাপন করলেও আদালতের তলবের পরও হাজির হচ্ছে না বলে উল্লেখ রয়েছে।
Leave a Reply