বিশেষ সংবাদ:
চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। গতকাল বিকালে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে তাকে আটকের ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সৌদিপ্রবাসী মো. আব্দুল মালেক বিমানবন্দর থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে নগরীর টাইগারপাস এলাকায় এসআই আমিনুল ও তার দুই সোর্স সিএনজিটি দাঁড় করায়। এ সময় এসআইসহ আরো দুজন তাকে তল্লাশির নামে স্বর্ণগুলো ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে আখতারুজ্জামান ফ্লাইওভারে ১৬ ভরির আটটি চুড়িসহ আটক করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেয়। এ সময় পুলিশের এক সোর্সকেও আটক করা হয়।
সিএমপির উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান জানান, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় নগরীর খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ১৬ ভরি স্বর্ণ জব্দ করা হয়। তার বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। আইন অনুযায়ী এ ঘটনায় এসআইকে সাময়িক বরখাস্ত করা হবে।
Leave a Reply