বিশেষ সংবাদ:
বিশ্ব ক্রিকেটে দুধের শিশু আমেরিকার কাছেও হারল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ ম্যাচে আমেরিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। জবাবে তিন বল আগেই জয়ের রান তুলে ফেলে আমেরিকার ব্যাটাররা।
ম্যাচ শেষে নিজেদের হারের কারণ ব্যাখ্যা করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি জানান, ‘‘১৫৩ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। আরও ২০ রান স্কোর করতে পারলে ভাল হতো। তবে এটা ঠিক, আমাদের ব্যাটাররা নিজেদের স্কিল উন্নত করার চেষ্টা করছে। পরীক্ষা নিরিক্ষা করতে গেলে এমন ধরনের ফল হতেই পারে।’’
বাংলাদেশের টি ২০ দল: অধিনায়ক শান্ত, দলে তাসকিন, শাকিবের কি জায়গা হল
বাংলাদেশ অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমরা জিম্বাবোয়ে সিরিজেও ভাল খেলতে পারিনি। তারপর আবার সিরিজে ফিরে এসেছি, তাই এই হার নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আবারও নিজেদের ছন্দে ফিরে আসব।’’
ম্যাচে বাংলাদেশের পেসাররা ভাল বোলিং করতে পারেননি। কিন্তু স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিং করে বিপক্ষকে চাপে রেখেছিলেন। শাকিব আল হাসান ভাল বোলিং করলেও দল হেরে গিয়েছে। সেই নিয়ে দলের অধিনায়ক শান্ত জানান, ‘‘বিশ্বকাপের আগে সবদিক থেকেই আমাদের দেখে নিতে হবে। এই একটা হারে কিছু বদল হয় না। নিজেদের ফোকাস ঠিক রাখলে ভাল কিছু হতেই পারে আগামী দিনে।’’
Leave a Reply