বিশেষ সংবাদ:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল কলকাতা নাইট রাইডার্স প্রথম ফাইনালিস্ট হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল শিরোপার পথে। আর মাত্র এক ম্যাচ জিতলেই দুইবারের চ্যাম্পিয়নরা ঘরে তুলবে তৃতীয় শিরোপা। আহমেদাবাদে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হেসেখেলে হারিয়ে চতুর্থবারের মতো কলকাতা পেল ফাইনালের টিকিট।
বিশেষ সংবাদ:
পুরো আসর জুড়ে ব্যাট হাতে তাণ্ডব চালানো সানরাইজার্স হায়দরাবাদ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে ব্যাট হাতে এদিন মলিন ছিলেন দলের বেশিরভাগ ব্যাটার। লিগ পর্বে মলিন মিচেল স্টার্ক আসল সময়ে জ্বলে ওঠে প্রমাণ করেন কেন তিনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বিদায় নেন ট্রাভিস হেড। আরেক ভয়ানক ব্যাটার অভিষেক শর্মার বিদায় ঘটে দলীয় রান দুই অঙ্কে যেতেই। নিতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ- কেউই পরিস্থিতির দাবি মেটাতে পারেননি।
৫ম উইকেটে বিপর্যয় প্রতিরোধ করার চেষ্টা করেন রাহুল ত্রিপাঠি ও হেইনরিখ ক্লাসেন। তাদের ৬২ রানের জুটিতে ভর করে ১৫৯ রানের পুঁজি পায় হায়দরাবাদ। রাহুল ৩৫ বলে ৫৫ ও ক্লাসেন ২১ বলে ৩২ রান করেন। এছাড়া আব্দুল সামাদ ১২ বলে ১৬ ও অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করেন। শেষপর্যন্ত ১৯.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় একবারের চ্যাম্পিয়নরা। কলকাতা পক্ষে মিচেল স্টার্ক তিনটি ও বরুণ চক্রবর্তী দুটি উইকেট শিকার করেন।
কলকাতা এদিন ওপেনিংয়ে সুনীল নারাইনের সাথে সুযোগ দেয় রহমানউল্লাহ গুরবাজকে, যিনি আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন। ১৪ বলে ২৩ রানের ক্যামিও খেলে তিনি বিদায় নেন দলকে ঝড়ো শুরু এনে দিয়ে। এরপর দেখেশুনে এগোতে থাকেন সুনীল নারাইন ও ভেঙ্কাটেশ আইয়ার।
১৬ বলে ২১ রান করে নারাইন বিদায় নিলেও ভেঙ্কাটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ার জয় নিয়েই মাঠ ছাড়েন। দুই আইয়ারই পান অর্ধশতকের দেখা। ভেঙ্কাটেশ ২৮ বলে ৫১ ও অধিনায়ক শ্রেয়াস ২৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ১৩.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে কলকাতা।
Leave a Reply