সরেজমিন প্রতিবেদন
আজ শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর অংশে কাভার্ডভ্যান উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছেন। কাভার্ডভ্যান এর চালক ইমারত হোসেন বলেন সকালে চট্টগ্রাম বন্দর থেকে ফেব্রিক্স রোল বোঝাই করে তারা ঢাকার পথে রওনা হন । পথে সকাল ১১টার দিকে তারা রামপুর রাস্তার মাথা অতিক্রম করার সময় কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে যায় । এ সময় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । গাড়ির কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় । পরে আহত চালকসহ ৩ জনকে স্থানীয় উপশম ক্লিনিকে চিকিতসা দেয়া হয় । তাদের সকলের বাড়ি ফরিদপুরে বলে জানিয়েছে চালক । কাভার্ডভ্যান এ থাকা ফেব্রিক্স রোল অন্য ট্রাকে করে পৌছে দেয়ার ব্যাবস্থা করা হয়েছে।
Leave a Reply