সরেজমিন প্রতিবেদন:
জাসাস এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রিয় কমিটি । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ আব্দুস সালাম। । আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। । আরো উপস্থিত ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ উজ্জ্বল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রনায়ক হেলাল খান,আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটি । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ আব্দুস সালাম বলেন । সরকার পুলিশ দিয়ে বিএনপিকে দমন করে চলেছে।অন্যদিকে পুলিশ জনগনের অর্থ অত্মসাৎ করছে।যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজির এবং আজিজ। এখন আওয়ামিলীগ নেতারা বলছে তারা কোনো অন্যায় এর দায় নেবে না । এরকম অবস্থা সকল অপরাধীর হবে। তখন কোনো অপরাধী আর আওয়ামিলীগের সহায়তা পাবে না
অনুষ্ঠানে বাবু গয়েশ্বর রায় বলেন আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন। এ জন্মদিন আমাদেরকে এটা শিখায় যে। নজরুলের আদর্শে যদি আমরা আদর্শবান হই তাহলে আমরা সকল ফ্যাসিবাদকে মোকাবেলা করতে পারব। নজরুল যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লিখে আন্দোলন চালিয়েছিলেন, কারাগারে গিয়েছিলেন। আমাদেরকেও তার আদর্শ অনুসরণ করতে হবে। তবে আমরা এই ফ্যসীবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনে জয়লাভ করতে পারব।
Leave a Reply