সরেজমিন প্রতিবেদন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে সারাদেশে মতবিনিময় সভা ও নির্যাতিত নেতা ও কর্মীদের সাথে দেখা করছেন জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ। এ কর্মসূচীর অংশ হিসাবে গত কাল ফেনী জেলা সফর করেন জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ। এ দলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল ।
গতকাল শুক্রবার সকাল ১০.০০টা হতে বিকাল ৩.০০ টা অবদি ফেনী জেলার নির্যাতিত নেতা ও কর্মীদের সাথে দেখা করেন এ প্রতিনিধি দল । প্রতিনিধি দল তাদের অবস্থার খবর নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী পৌছে দেন । প্রতিনিধি দল তাদেরকে আস্বস্ত করেন যে তারা যেন হতাশ না হন । কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব সময় তাদের পাশে আছেন ।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় ফেনী শহরের কিংস কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল । অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয়তাবাদী যুব দলের সভাপতি জনাব জাকির হোসেন জসিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেনী জেলা জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খোন্দকার।
উক্ত অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন । তারপরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা । তাদের মধ্যে অন্যতম জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল , জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন,জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: বেলাল হোসেন নাজিম, জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া,জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, ,জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, ,জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস মজুমদার ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন অকিল বলেন , বিগত আন্দলোন সংগ্রামে ফেনী জেলা জাতীয়তাবাদী যুব দলের যে ভূমিকা তা সারাদেশের প্রশংসা কুড়িয়েছে। অগামী দিনেও তারা এ রকম ভূমিকা দেখতে চান । তিনি বলেন শুধু মাত্র প্রশাসনের একচোখা আচরনের কারনে বিএনপি তথা যুব দল সফল হতে পারেনি। আজকে দেখা যাচ্ছে যে সকল পুলিশ ও সেনা কর্মকর্তারা সরকারের জন্য জনগনের উপর অত্যাচার চালিয়েছে তাদের অবস্থা আজ সংকটে। এখন সরকার দলের লোকজন তাদের অন্যয়ের দায়ভার নিচ্ছে না । এটা বর্তমানে য়ারা দায়িত্ব পালন করছেন তাদের অনেক বড় শিক্ষা । এখন থেকে প্রশাসনের উচিত সবার জন্য সমান নীতি গ্রহন করা ।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন সময়ে কারা বরণকারী যুবদলের ২০০ কর্মীকে ফুল দিয়ে বরণ করে নিয়া হয় ।
Leave a Reply