সরেজমিন প্রতিবেদন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষীক এর আলোচনা সভার আয়োজন করেছে ফেনী জেলা বিএনপি । আজ দুপুর ৩টায় ফেনী শহরের ফেনী কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপি র আহবায়ক জনাব শেখ ফরিদ বাহার । অনুষ্ঠান উপস্থাপনা করেন ফেনী জেলা বিএনপি র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত এর মধ্য দিয়ে শাহাদাত বার্ষীক এর আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান, বিএনপি র জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবের রহমান শামীম, বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব জালাল উদ্দিন মজুমদার, বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব হারুন অর রশীদ,বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জনাব বেলাল আহমদ, বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু তালেব , বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মশিউর রহমান বিপ্লব ।
এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি র যুগ্ম- আহবায়ক জনাব গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী জেলা জাতীয়তাবাদী যুব দলের সভাপতি জনাব জাকির হোসেন জসিম, ফেনী জেলা জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার ।
প্রধান অতিথি বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন , ১৯৭১ সালে জিয়াউর রহমান জাতির প্রয়োজনে স্বাধীনতার ঘোষনা করেন । তিনি শুধু মাত্র জাতির প্রয়োজনে এ দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন । কারণ সে দিন রাজনীতিবিদরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে ব্যার্থ হয় । যে কারনে তিনি তার অনুগত দের নিয়ে বিদ্রোহ ঘোষনা করেন এবং সফলতা লাভ করেন । তার জীবনে কোনো উচ্ছ আকাঙ্খা ছিল না । কারণ যুদ্ধের পরে তিনি ব্যারাকে ফিরে যান। জাতির প্রয়োজনে বিদ্রোহী সৈনিকরা আবার উনাকে রাষ্ট ক্ষমতায় নিয়ে আসেন । তিনি তার কর্ম দক্ষতার মধ্য দিয়ে জাতির ভালোবাসার মানুষে পরিনত হন । জিয়াউর রহমানের জীবন থেকে আমরা এ শিক্ষা নিতে পারি যে কোনো রাজনৈতীক পদ পদবী না থাকলেও ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে যে কোনো ভাবে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেয়া সম্ভব ।
বিএনপি র জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবের রহমান শামীম বলেন বিগত আন্দোলন সংগ্রামে ফেনী জেলার ভূমিকা ছিল প্রশংসনীয় । সকল নেতা কর্মী ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিল । এখোনো যে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ফেনী জেলা বদ্ধ পরিকর ।
বিএনপি র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব জালাল উদ্দিন মজুমদার বলেন বিছিন্নভাবে কোনো কিছু করে সফলতা লাভ করা যাবে না । এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিবেন তা সঠিক ভাবে সারা দেশে বাস্তবায়ন করতে হবে ।
ফেনী জেলা বিএনপি র আহবায়ক জনাব শেখ ফরিদ বাহার সমাপনি বক্তব্যে বলেন , আওয়মীলিগের অনেক নেতা বলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহীনির অনুচর হিসাবে কাজ করেছেন । অথ্যাৎ জিয়াউর রহমান রাজাকার ছিলেন । অথচ আওয়ামীলিগ এর জন্মদাতা শেখ মুজিব জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করেন । যদি জিয়াউর রহমান রাজাকার হয় তবে তাদের বাবা শেখ মুজিব সবচেয়ে বড় রাজাকার । জিয়াউর রহমান কোনো স্বার্থ ছাড়াই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং দেশকে স্বাধীন করেছিলেন ।
Leave a Reply