বিশেষ সংবাদ:
ভারতে জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের একটি চলন্ত বাসে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪২ জন হতাহত হয়েছেন।
রোববার রাজ্যের রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে ওই গুলির ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ মহাজন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৩ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবখোড়ি মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। তখনই বাসটি লক্ষ্য করে গুলি চালায় জম্মু-কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, সেটি গড়িয়ে খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ সদ্যসরা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: এনডিটিভি।
Leave a Reply