সরেজমিন প্রতিবেদন:
৫ ঘন্টায় বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে ফেনী পৌরসভা মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি পৌরসভার কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ পৌরসভা কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। একইভাবে কোরবানির দিনও আমরা এ দায়িত্ব সঠিকভাবে পালন করব। পৌরসভায় মোট ১৮ টি ওয়ার্ড রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে গরু কোরবানি করার জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। জনগণ কে এই সমস্ত নির্ধারিত জায়গা সম্পর্কে সচেতন করতে হবে। যেন তারা নির্ধারিত জায়গায় এসে পশু কোরবানি করেন। পশু কোরবানি করার পর মুহুর্তেই ৫ ঘণ্টার মধ্যে আমরা সকল বর্জ্য অপসারণ করব। পশুর বর্জ্য যেন ছড়িয়ে পড়তে না পারে। এবং দুর্গন্ধ ছড়াতে না পারে সেজন্য আমরা সকল স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিব। সম্ভব হলে পানি ছিটিয়ে পরিস্কার করে দিব। এতে ফেনী শহরের পরিবেশ রক্ষা পাবে ও সুন্দর থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌরসভার ১৮ টি ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, অতীতে যেভাবে ফেনী পৌরসভা দুঃস্থ অসহায় মানুষের পাশে ছিল আগামী দিনগুলোতেও পৌরসভা সবার পাশে থাকবে। তিনি সকল সার্মথ্য বান মানুষকে কোরবানি সঠিক ভাবে করার জন্য আহ্বান জানান।কোরবানি পশুর মাংশ যেন গরিব মানুষ পায় সে দিকে নজর দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply