বিশেষ সংবাদ:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে দলটি। সংগঠনটি প্রতিষ্ঠার সাড়ে ৭ দশক পূর্ণ হচ্ছে ২৩ জুন। এ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের জন্মতো বটেই, সব জাতীয় অর্জনের সঙ্গে জড়িয়ে আছে যে দলটির নাম সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের হাত ধরেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।
পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ। ১৯৪৯ থেকে ২০২৪- সুদীর্ঘ সাড়ে ৭ দশকের সংগ্রামী পথচলা। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২১ জুন) দলটি আয়োজন করল আনন্দ শোভাযাত্রা।
‘৭১- এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে বিকেলে শুরু হয় আনন্দ র্যালি। লাল-সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।
জনতার সেই ঢলে যেমন ছিলেন কেরানীগঞ্জের কৃষক, তেমনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবার মুখেই জয় বাংলা স্লোগান।
তারা বলেন, বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পরতে পরতে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। যে কারণে শত বাধা-বিপত্তি আর ষড়যন্ত্র মাড়িয়ে বাংলাদেশের সব সফলতার গল্পে অবদান আছে আওয়ামী লীগের।
র্যালি শুরুর আগে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান নেতারা। তারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ।
পরে শোভাযাত্রাটির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
২৫ বছর এবং ৫০ বছর পূর্তির মতো ৭৫ বছর পূর্তিতেও রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ। আষাঢ়ের পড়ন্ত বিকেলকে সাক্ষী রেখে শাহবাগ ও সায়েন্সল্যাব পেরিয়ে র্যালির গন্তব্য ঐতিহাসিক ধানমণ্ডি ৩২ নম্বর, যেখান থেকে উদীত হয় স্বাধীনতার সূর্য।
তথ্যসূত্র-সময়টিভি
Leave a Reply