সরেজমিন প্রতিবেদন:
সারাদেশের নয় ফেনীতেও বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ফেনী জেলা বিএনপি। শহরের পাগলা মিয়া ( রহ) তাকিয়া মসজিদে আসরের নামাজের পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার,ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,নাইমুল্লাহ চৌধুরী বরাত,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলার বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবেরা। বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। মিলাদ মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গনে দলের সিনিয়র নেতারা বক্তব্য উপস্থাপন করেন। তারা সকলেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার আবেদন জানান। বিভিন্ন ব্যক্তি এবং সরকারি দলীয় লোকেরা চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। অথচ ৭৯ বছর বয়সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকে কোনভাবেই বিদেশে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না। যদি এমতাবস্থায় তার মৃত্যু হয়। বিনা চিকিৎসায় যদি তিনি মারা যান। এর দায়ভার সরকারকে নিতে হবে। দলিল নেতা কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে অচিরেই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং দেশনেত্রীকে বিদেশে গিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করবেন।
Leave a Reply