বিশেষ সংবাদ:
মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে ঢাকা উত্তর সিটির অভিযান। আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে সাদিক এগ্রোয় অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রামচন্দ্রপুর খাল ও সংলগ্ন সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে সাদিক এগ্রোয় এ অভিযান শুরু হয়।
সাদিক এগ্রোর মূল ভবনের একটি দেওয়ালসহ অধিকাংশ স্থাপনাই খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ টিবিএসকে বলেন, “আমরা সকালে এখানে অভিযানে আসলে সাদিক এগ্রো থেকে দাবি করা হয় ভবনটির বৈধ কাগজপত্র আছে। এরপরে আমরা আবার কাগজপত্র মিলিয়ে দেখি, কিন্তু আমরা দেখতে পাই ভবনটি খালের জায়গা দখল করেই তোলা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা খালের ও রাস্তা দখল করে গড়ে ওঠা অংশ ভেঙে ফেলছি।”
আলোচিত ১৫ লাখ টাকার ছাগলও এখানে রাখা আছে। উচ্ছেদ অভিযানের সময় ছাগল সরিয়ে নেওয়া হয়।
এর আগে, গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, উচ্ছেদ অভিযানের সময় পুলিশ মোতায়েনের জন্য সিটি করপোরেশন থেকে ডিএমপিকে (ঢাকা মহানগর পুলিশ) চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা উত্তরের চিফ প্রোপার্টি অফিসার মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর অধীনে মোহাম্মদপুর বাঁধের আশেপাশে খাল ও রাস্তার জমিতে সাদিক এগ্রো লিমিটেডের অবৈধ নির্মাণ স্থাপনা রয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় নগর ভবন, গুলশান-২-এ ৩ প্লাটুন (পুরুষ) পুলিশ ও ১ প্লাটুন (নারী) পুলিশ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উচ্ছেদ অভিযানের আগে এ বিষয়ে সাদিক এগ্রোকে নোটিশ দেওয়া হলেও খামার কর্তৃপক্ষ সেই সতর্কবার্তা উপেক্ষা করে গেছে বলে জানায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সাদিক এগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতির পদে রয়েছেন।
তথ্যসূত্র-দি বিজনেস স্টেন্ডার্স
Leave a Reply