সরেজমিন প্রতিবেদন:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ফেনী জেলা যুবদল ।গতকাল সন্ধ্যায় ফেনী শহরের দ্যা কিং কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় অসংখ্য নেতা কর্মী । কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফেনী দুই আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি র কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আবু তালেব উপস্থিত ছিলেন ফেনী এক আসনের সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু । উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এম এ খালেক। আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম,ফেনী জেলা যুব দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খন্দকার। দোয়া মাহফিলে নেত্রীর মুক্তি দাবি করা হয়। আল্লাহর দরবারে নেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন ফেনী দুই আসনের সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু। তিনি বলেন,আমাদের নেত্রী খালেদা জিয়া আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনারা জানেন আগামী শনিবার থেকে আমরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে কর্মসূচি পালন করব। শনিবার রাজধানী ঢাকায় মহাসমাবেশ করা হবে। ১ তারিখ সকল মহানগর এ সমাবেশ করা হবে, ৩ তারিখ সকল জেলা শহরে মহাসমাবেশ করা হবে। নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা ঘরে ফিরে যাব। তাই প্রতিটি কর্মসূচিতে, প্রতিটি আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এবং নেত্রীর মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন বলেন। সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রীকে মুক্ত করে আনা হবে। এর জন্য যা যা করা দরকার সবকিছু করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনার নেতা কর্মীরা প্রস্তুত থাকুন। যেকোনো মূল্যে সকল সমাবেশ সফল করুন। অচিরেই দেশনেত্রী মুক্তি পাবেন ইনশাল্লাহ।
Leave a Reply