সরেজমিন প্রতিবেদন:
ফেনীতে ভারী বৃষ্টি ও বন্যার কারণে আজকের এইচএসসি , আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত কয়েকদিনের ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনী জেলার মহুরি নদীর বাঁধ ভেঙ্গে ফুল গাজী ও পরশুরাম উপজেলা প্লাবিত হয়েছে। বেশ কিছু রাস্তাঘাট ও প্লাবিত হওয়ার কারণে আজকে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ফুলগাজী ও পরশুরাম উপজেলায় স্থগিত করা হয়েছে। এছাড়া ভারি বৃষ্টির কারণে পুরো জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘন্টায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো ফেনী জেলায়। ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নদীতীর প্লাবিত হয়েছে। নদীর পানি বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে পাড় ভেঙে গেছে বাঁধ ভেঙে গেছে। নদীর পাড় ভেঙ্গে পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। পুকুরের পাড় ভেঙ্গে চাষের মাছ বেরিয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়তে শুরু করেছে মৎস্যচাষীরা। এদিকে বৃষ্টি এখনো অব্যাহত থাকার কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বৃদ্ধি পাচ্ছে। ফেনী শহরেও বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে দেখা যায় শহরের এসএসকে রোড, কলেজ রোড, মিজান রোড এবং ট্রাম্ক রোডের অধিকাংশ এলাকায় পানি জমা হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পানি আস্তে আস্তে নামতে শুরু করে। সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে বর্ষার পানিতে মাছের গের তলিয়ে গেছে। ফেনী জেলার মুহুরি ও কালিদাস পাহালিয়া নদীর পানি বিপদ সীমার ১২৫ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । তথ্যটি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply